রাশিয়াকে ইঙ্গিত করে ক্রিমিয়া সীমান্তে ইউক্রেনের মহড়া

ক্রিমিয়া সীমান্তের কাছে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন। মহড়াকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বেড়েছে উত্তেজনা। ক্রিমিয়া চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের মধ্যেই বুধবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালায় কিয়েভ।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আধুনিক হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম নিয়ে মহড়ায় অংশ নেন ইউক্রেনের মেরিনরা। কিয়েভ বলছে, শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতেই এমন সামরিক মহড়া।

এদিকে গত মাসেও দেশটির সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বেলারুশ সীমান্তে বড় পরিসরে মহড়া চালিয়েছে কিয়েভ।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে কমপক্ষে ৯০ হাজারের মতো রাশিয়ার সেনা অবস্থান করছে। সেখানে প্রতিনিয়ত মহাড়া চালাচ্ছে রুশ বাহিনী। ক্রিমিয়াকে কেন্দ্র করেই পাল্টাপাল্টি অবস্থানে এই দুই দেশ।

২০১৪ সালে ইউক্রেন থেকে ভাগ হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। যদিও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দাবি, মস্কো জোর করে ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে সম্প্রতি পুতিন বলেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সব সময় রাশিয়ার অংশই থাকবে।