হঠাৎ রাশিয়া-যুক্তরাষ্ট্র জেনারেলের ফোনালাপ

ইউরোপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ক্ষমতাধর রাশিয়া এবং মার্কিন শীর্ষ জেনারেলের মধ্যে ফোনালাপ হয়েছে। চলমান নিরাপত্তা সম্পর্কিত কিছু উদ্বেগের বিষয়ে রাশিয়ার জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ও যুক্তরাষ্ট্রের জেনারেল মার্ক মিলি’র মধ্যে আলাপের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

যদিও পারমাণবিক শক্তিধর এই দুই দেশের শীর্ষ জেনারেলের মধ্যে আলোচনার পুরো বিষয়বস্তু প্রকাশ করেনি কোনও পক্ষ।

ক্রিমিয়া ইস্যুতে কয়েকদিন ধরেই রাশিয়া এবং ইউক্রেন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই নিজ নিজ সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের গোয়েন্দাদের হিসেব অনুযায়ী, সীমান্তে প্রায় ৯০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। অন্যদিকে রুশ কর্মকর্তারাও ন্যাটোর মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মহড়া সম্পর্কে অভিযোগ করেছেন।

ধারণা করা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়েই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জেনারেলের মধ্যে ফোনালাপ হয়েছে।