কোয়ারেন্টিন হোটেলে অগ্নিসংযোগ, অস্ট্রেলীয় নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

অস্ট্রেলিয়ায় একটি কোয়ারেন্টিন হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় দেশটির এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। ৩১ বছরের ওই নারীর বিরুদ্ধে কুইন্সল্যান্ডের কেয়ার্নসে একটি কোভিড কোয়ারেন্টাইন হোটেলের একাংশ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, রবিবার সকালে তিনি যে ঘরে দুই সন্তানের ছিলেন সেখানে একটি বিছানার নিচে আগুন জ্বালিয়ে দেন।

ওই ঘটনায় আগুন ছড়িয়ে পড়লে ১১ তলা বিশিষ্ট ওই হোটেল ভবনটি থেকে ১৬০ জনেরও বেশি ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে শনাক্ত হওয়া ওই দুই ব্যক্তির সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ভ্রমণের ইতিহাস রয়েছে। তারা আলাদাভাবে সাউথ আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে শনি ও রবিবার সিডনিতে অবতরণের পর করোনা পরীক্ষা করানো হয়। নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরিভিত্তিতে জিনোমিক পরীক্ষা করা হয়েছে এবং তাদের দেহে করোনার নতুন স্ট্রেইনের উপস্থিতি পাওয়া গেছে। সূত্র: বিবিসি।