২০২১-এ সাড়ে ৪ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: আইওএম

চলতি বছর বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর প্রায় সাড়ে চার হাজার লোকের মৃত্যু হয়েছে। যা গত বছরের পরিসংখ্যানকে ছাড়িয়েছে। করোনা মহামারির মধ্যে মানুষের চলাফেরায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এত মানুষের প্রাণহানি ঘটলো।

আইওএম-এর গ্লোবাল মাইগ্রেশন ডেটা অ্যানালাইসিস সেন্টারের পরিচালক ফ্রাঙ্ক ল্যাকজকো এক বিবৃতিতে বলেছেন, নিখোঁজ অভিবাসী প্রকল্প এখনও প্রতিদিনই মৃত্যু সংখ্যা লিপিবদ্ধ করছে।

বিশ্ব শরণার্থী সংস্থা বলেছে, গত বছরের চেয়ে এ বছরে মৃত্যুর হার বেড়েছে। ২০২০ সালেই ৪ হাজার ২৩৬ জন মারা গেছেন। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪৫ হাজার।

গত বৃহস্পতিবার মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ৫৪ অভিবাসনপ্রত্যাশীর মারা যান। ২০১৪ সালের পর এটিকে দেশটিতে বড় দুর্ঘটনা অ্যাখ্যা দেওয়া হয়েছে।

এ বছর আমেরিকাজুড়ে ১ হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের থেকে এই সংখ্যা বেশি। জাতিংঘের তথ্যমতে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি প্রাণ হারিয়েছেন। গ্রিস-তুরস্কের সীমান্তেও ২০২১ সালে এ পর্যন্ত ৪১ জন নিহত হন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সীমান্তে অনেক অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। এই পরিসংখ্যান আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।