শনিবার ফের চালু হচ্ছে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট

বাংলাদেশ-ম্যানচেস্টার রুটে আগামী ২৫ ডিসেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে বিমানের ফ্লাইট। মঙ্গলবার বিমানের উপ মহাব‌্যবস্থাপক তা‌হেরা খন্দকার স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি২০৭ স্থানীয় সময় দুপুর ১২.৩০টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর ০১.১০টায়। এরপর সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে দুপুর ০২.১৫টায়। ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ০৮টায়।

ফিরতি ফ্লাইট বিজি২০৮ ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর, ২০২১ তারিখ স্থানীয় সময় রাত ০৮টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২টায়। সিলেট থেকে বেলা ০১.০০ টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে দুপুর ০১.৪৫টায়। যাত্রীদের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করতে বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে।

আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৫ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রবিবার ফ্লাইট বিজি২০৭ ঢাকা থেকে দুপুর ১২.৩০টায় যাত্রা করে সিলেট পৌঁছাবে দুপুর ১.১০টায়। এরপর সিলেট থেকে দুপুর ০২.১৫টায় যাত্রা করে ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ০৮.০০টায়। ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকাল ০৪.৪৫টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন সকাল ০৮.৪৫টায়। সিলেট থেকে সকাল ০৯:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ১০.৩০টায়।