পুরুষ স্বজন ছাড়া নারীদের দূরে ভ্রমণ নয়: তালেবান

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, দূরে ভ্রমণ করতে চাওয়া নারীদের সঙ্গে ঘনিষ্ঠ পুরুষ স্বজন না থাকলে তাদের সড়কে কোনও যানবাহনে চড়তে দেওয়া হবে না। রবিবার নৈতিকতা উন্নয়ন ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ কথা জানিয়েছে তালেবান।

ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, মাথাঢাকা পোশাক ছাড়া কোনও নারীকে গাড়িতে তুলতে পারবে না মালিকেরা। তবে তালেবানের নতুন এই নির্দেশনার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। এরপর থেকেই সরকারি খাতের কাজে ফেরার অপেক্ষায় রয়েছে আফগানিস্তানের বহু নারী। তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে মাধ্যমিক স্কুলে যেতে পারছে না আফগান মেয়েরা। আর এসবের মধ্যেই এলো দেশটির নারীদের চলাফেরা নিয়ে নতুন নির্দেশনা।

আফগানিস্তানের নৈতিকতা উন্নয়ন ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বলেন, ‘৭২ কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করতে চাওয়া নারীদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সদস্য না থাকলে তাকে গাড়িতে তোলা যাবে না।’ তিনি বলেন, সঙ্গে থাকা পুরুষ সদস্যকে অবশ্যই ওই নারীর ঘনিষ্ঠ স্বজন হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নির্দেশনায় গাড়িতে গান বাজানো বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

কয়েক সপ্তাহ আগে একই মন্ত্রণালয় আফগান টেলিভিশন চ্যানেলগুলোর নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে। টেলিভিশনের নারী সাংবাদিকদের হিজাব পরার নির্দেশনা দেয়। রবিবার মুখপাত্র মুহাজির বলেন, গাড়িতে চড়তে হলেও নারীদের হিজাব পরতে হবে।