আটক হয়েছেন ভারতের সেই ব্যবসায়ী

ভারতের কানপুরভিত্তিক সুগন্ধী ব্যবসায়ী পিযুষ জৈনকে কান্নাউজ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আয়কর গোয়েন্দারা তার বাড়ি থেকে প্রায় দুইশ’ কোটি রুপি উদ্ধারের একদিন পর রবিবার তাকে আটক করা হয়।

ভারতের রাজস্ব দফতর জানিয়েছে, নগদ অর্থ জব্দের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ আটকের ঘটনা এটিই।

এর আগে রবিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন কেন্দ্রীয় সংস্থা যে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে তিনি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। তবে রাজ্যের বিরোধী দলটি এই অভিযোগ অস্বীকার করেছে।

অভিযানের সময়ে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুটি বড় ওয়ারড্রোবে জড়ো করে রাখা অর্থের পাহাড়ের স্তুপ। রুপির বান্ডেলগুলো প্লাস্টিকের কাভার এবং হলুদ টেপ দিয়ে মুড়িয়ে রাখা। প্রতিটি ওয়ারড্রোবে ৩০টি এই ধরণের বড় বান্ডেল দেখা গেছে।

পিযুষ জৈন কান্নাউজ জেলায় একটি সুগন্ধী উৎপাদনের ইউনিট পরিচালনা করেন। এছাড়া ‘শিখর’ ব্রান্ডের পান মসলা এবং অন্য তামাক পণ্যের ব্যবসাও রয়েছে।

কর ফাঁকির অভিযোগে এই অভিযান শুরু হয়। পরে এতে যুক্ত হয় আয়কর বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া প্রতিষ্ঠানের নামে ভুয়া ভাউচার তৈরির বহু প্রমাণ পাওয়া গেছে।