ব্রাজিলে ভারী বর্ষণজনিত বন্যায় ১৮ জনের মৃত্যু

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় গত কয়েক সপ্তাহের প্রবল বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২৮০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে নিউজ জানিয়েছে, বন্যার পানি বাড়তে শুরু করলে উপদ্রুত এলাকার হাজার হাজার স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাহিয়া রাজ্যের দুইট বেড়িবাঁধ ধসে গেছে।

নদীর পানি উপচে পড়ছে, ফলে আরও মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ড্রোন থেকে পাওয়া ভিডিওতে ডুবে যাওয়া রাস্তা ও সেতু এবং নৌকায় করে লোকজনকে অন্যত্র আশ্রয় নিতে দেখা গেছে।

বাহিয়া’র গভর্নর জানিয়েছেন, বন্যায় প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার অধিবাসী অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।