দুবাই ওয়ার্ল্ড এক্সপোর জাপান প্যাভিলিয়নে করোনার থাবা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড এক্সপোতে দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা ওই প্রদর্শনীতে জাপানি প্যাভিলিয়নে কর্মরত ছিলেন। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, প্যাভিলিয়নে উপস্থিত থাকা একজন কর্মী অসুস্থ বোধ করছেন বলে জানানোর পর তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার কাছেই কাজ করা আরেক কর্মীর শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। তারা উভয়েই জাপানি নাগরিক।

দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড এক্সপো ২০২০-এ জাপান প্যাভিলিয়নের কোনও কর্মীর কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। প্যাভিলিয়নটিতে ১৭০ জনের মতো কর্মী রয়েছে। তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার ফলাফল এবং অন্যান্য বিষয়াদি বিবেচনা সাপেক্ষে প্যাভিলিয়নটি পুনরায় খোলা হবে কিনা কর্মকর্তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।