আলোচনায় মোদির নতুন গাড়ি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য কেনা নতুন মার্সিডিজ-মেবাখ এস ৬৫০ গার্ড গাড়ি নিয়ে ভারতে তুমুল আলোচনা শুরু হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে গাড়িটির দাম ১২ কোটি রুপি বলে উল্লেখ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, বিশ্বজুড়ে ভিআইপিদের ব্যবহৃত শীর্ষ গাড়ি গুলোর একটি মেবাখ। এটি বুলেট প্রুফ এবং বিস্ফোরকরোধী। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ৩৬০ ডিগ্রি নিরাপত্তার জন্য সর্বোচ্চ সনদ রয়েছে এটির।

কারটি ৫.৪৫ মিটার দীর্ঘ, হুইলবেজ ৩.৩৬ মিটার। এতে রয়েছে ৬ লিটার টুইন টারবো ভি১২ ইঞ্জিন, যা ৬৫০ হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। গাড়িটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে। এতে গ্যাস হামলার মতো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। এমন জরুরি পরিস্থিতিতে আরোহীদের সুরক্ষার জন্য নির্মল বায়ু ব্যবস্থা সক্রিয় করা যাবে। চাকা পাংচার বা ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি চলতে পারবে। গাড়িটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৬০ মাইল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় মোদি গাড়িটি ব্যবহার করেছেন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এর আগে রেঞ্জ রোভার ভগ, টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি বিএমডব্লিড কার ব্যবহার করেছেন।

সূত্রের বরাতে এনডিটিভি আরও জানায়, সংবাদমাধ্যমে যে দামের কথা বলা হচ্ছে বাস্তবে গাড়িটির দাম অনেক কম। সামাজিক যোগাযোগমাধ্যমে যে দামের কথা বলা হচ্ছে প্রকৃত মূল্য সেটির এক-তৃতীয়াংশ হতে পারে। প্রধানমন্ত্রীর জন্য এমন দুটি গাড়ি কেনা হয়েছে।

সূত্র জানায়, নতুন কারগুলো রুটিন পরিবর্তন। বিএমডব্লিউ প্রধানমন্ত্রীর আগের ব্যবহৃত মডেলটি তৈরি বন্ধ করায় এই পরিবর্তন করা হয়েছে।

সূত্র আরও জানায়, মোদি আগের গাড়িটি আট বছর ব্যবহার করেছেন। এক নিরীক্ষায় বিষয়টি ধরা পড়ে এবং সুপারিশে এটি নিরাপত্তাকে দুর্বল করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।