ইউক্রেন দ্বন্দ্ব, নতুন বছরে বাইডেন-পুতিনের ফোনালাপ

ইউক্রেনের চলমান দ্বন্দ্ব সমাধানে করণীয় নিয়ে নতুন বছরের শুরুতেই ফোনালাপ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। হোয়াইট হাউজ জানিয়েছে, চলমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তার বিষয়ে বৃহস্পতিবার ফোনে আলাপ করবেন এই দুই নেতা। এ নিয়ে গত একমাসের মধ্যে দুইবার আলোচনা হতে চলছে।

ইউক্রেন ইস্যুতে গত কয়েকমাস ধরে রাশিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের। সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রশমনে কূটনৈতিক সমাধানের উপায় খুঁজছে দেশগুলো।

ইউক্রেনের নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা দাবি করছেন, তাদের সীমান্তে ১ লাখের বেশি রুশ সেনা পাঠিয়েছে মস্কো। সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া অনেকটা যুদ্ধের উসকানি বলেও অভিযোগ কিয়েভের। সম্প্রতি রুশ প্রেসিডেন্টকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেন যদি আক্রমণের শিকার হয় তবে তিনি (পুতিন) ‘পূর্বে যা দেখেননি’ এমন নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারের আলোচনাতেও পুতিনকে নিষেধাজ্ঞার হুমকির স্মরণ করিয়ে দেবেন বাইডেন।

গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থোনি ব্লিঙ্কেন। আলোচনার প্রসঙ্গ তুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সামরিক গঠনের মুখে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি ওয়াশিংটনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্লিঙ্কেন।