জিম্বাবুয়েকে এক কোটি ভ্যাকসিন দেবে চীন

আফ্রিকার দেশ জিম্বাবুয়েকে করোনাভাইরাসের এক কোটি ভ্যাকসিন দেবে চীন। বুধবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বেশিরভাগ আফ্রিকান দেশের মতো জিম্বাবুয়েতেও টিকাদানের হার অনেক কম। পর্যাপ্ত পরিমাণে টিকার অভাবের পাশাপাশি ভ্যাকসিন নিয়ে নাগরিকদের মধ্যে সংশয় বা উদাসীনতা রয়েছে।

দেশটির ১৫ মিলিয়ন জনসংখ্যার মাত্র এক পঞ্চমাংশ এ পর্যন্ত পূর্ণ ডোজ টিকা নিয়েছে। এসব ভ্যাকসিনের বেশিরভাগই চীন থেকে কেনা বা অনুদান হিসেবে পাওয়া।

জিম্বাবুয়েতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুও শাওচুন জানিয়েছেন, ২০২২ সালে কয়েকটি ব্যাচে জিম্বাবুয়েতে এক কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে তার দেশ।

সরকারি হিসাবে জিম্বাবুয়েতে দুই লাখ ২৩ হাজার ৭৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।