জলের মধ্যে নাচ, দেখা মিললো বিরল অক্টোপাসের

বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফকে। এখানে সব আশ্চর্য জলজ প্রাণীর দেখা মেলে। এবার এই রিফে বিরল প্রজাতির ব্ল্যাঙ্কেট অক্টোপাসের দেখা মিললো। পানির মধ্যেই চকচকে অক্টোপাসকে নাচতে দেখেন বেশ কয়েকজন। এলিয়ট দ্বীপের উপকূলে রিফ গাইড এবং সামুদ্রিক জীববিজ্ঞানী জ্যাসিন্টা শ্যাকলট গত সপ্তাহে  অক্টোপাসের দর্শন পান। ব্ল্যাঙ্কেট অক্টোপাস বিরল প্রজাতির। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

দেখুন ভিডিও-তে: