ইরান ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার জেনেভায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ ইস্যুতে কথা হয় তাদের। অ্যান্টনি ব্লিঙ্কেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় তিনি তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে সতর্ক করে দিয়েছেন। জানিয়েছেন, ওই চুক্তি রক্ষার আলোচনায় একটি সফল উপসংহারে পৌঁছাতে আলোচনার জন্য খুব বেশি সময় হাতে নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তিটি মস্কো ও ওয়াশিংটন কীভাবে নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করতে পারে তার একটি উদাহরণ।

অ্যান্টনি ব্লিঙ্কেন এই ইস্যুতে রাশিয়াকে ইরানের ওপর তার প্রভাব ব্যবহারের আহ্বান জানান।