পরমাণু আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূতের পদত্যাগ

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক একজন বিশেষ দূত পদত্যাগ করেছেন। রিচার্ড নেফিউ নামের ওই কর্মকর্তা বাইডেন প্রশাসনে ইরান বিষয়ক উপ বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের সঙ্গে আলোচনায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার জোরালো ভূমিকা ছিল।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা সোমবার রিচার্ড নেফিউ-র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিচার্ড নেফিউ আর তেহরান সংক্রান্ত আলোচক দলে নেই। তবে তিনি এখনও স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ওই কর্মকর্তা রিচার্ড নেফিউ-র পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানাননি। তবে তিনি বলেছেন, একটি প্রশাসনে এটি খুব অস্বাভাবিক কোনও ঘটনা নয়।

এর আগে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান বিষয়ক মার্কিন আলোচক দলের মধ্যে মতপার্থক্যের পর রিচার্ড নেপিউ পদত্যাগ করেছেন। তিনি বর্তমান আলোচনায় আরও কঠোর অবস্থানের পক্ষে ছিলেন।