টোঙ্গায় আবারও শক্তিশালী ভূমিকম্প

চলতি মাসেই ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে বিপর্যস্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় টোঙ্গা। দ্বীপ রাষ্ট্রটিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পূর্বের বিপর্যয় কাটিয়ে না উঠতেই আবারও প্রাকৃতিক বিপর্যয়ের কবলে দেশটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) টোঙ্গার পাঙ্গাই থেকে প্রায় ২১৯ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘান হেনেছে। গভীরতা ছিল ১৪.২ কিলোমিটার। ফলে প্রাণহানি এবং অর্থনৈতিকভাবে ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে ভূমিকম্প উৎপত্তিস্থল থেকে ১০০ কিলোমিটারের মধ্যে জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে ধারণা করা হচ্ছে।

কিছুদিন আগের ভূমিকম্পের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ফিজি এবং এর প্রতিবেশী টোঙ্গাতে তাৎক্ষণিকভাবে কোনও খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে নিউজিল্যান্ড সরকার।

গত ১৫ জানুয়ারিতে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভয়াবহ ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়য় টোঙ্গায়। মারা গেছেন বেশ কয়েকজন।