মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের প্রতি পোপের আহ্বান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। প্রথমবারের মতো ভ্যাটিকান সিটি সফর করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সফরকালে মঙ্গলবার তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলে ৪০ মিনিটের এ আলোচনায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান পোপ। 

Hassan Rouhani & Pope Francis

বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ইতালি ও ফ্রান্সে পাঁচদিনের সরকারি সফরে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভ্যাটিকানে যান হাসান রুহানি।

ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

আলোচনায় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে অন্য দেশগুলোর সঙ্গে ইরানকে একযোগে কাজ করার আহ্বান পোপ। এ সময় তিনি সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানের মতো সংকট নিরসনে একটি ‘যথাযথ রাজনৈতিক সমাধানের’ ওপর গুরুত্বারোপ করেন।

ভ্যাটিকান সিটি সফরের জন্য ইরানি নেতাকে ধন্যবাদ জানান পোপ।

বৈঠকে পোপ ফ্রান্সিসকে ইরানের ঐতিহ্যবাহী কম শহরে তৈরি হাতে বোনা একটি কার্পেট উপহার দেন ইরানি প্রেসিডেন্ট।

আলোচনায় দুই নেতা আন্তঃধর্মীয় সংলাপ এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

১৯৯৯ সালের পর  এটাই এ ধরনের প্রথম বৈঠক। ওই বছর পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি। সূত্র: আল জাজিরা।

/এমপি/বিএ/