পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলো অস্ট্রেলিয়া

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিদেশিদের জন্য প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা সীমান্ত পুনরায় খুলে দিলো অস্ট্রেলিয়া সরকার। এতে করে শিক্ষার্থীসহ পর্যটকরা আগের মতোই অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ২১ ফেব্রুয়ারি বিধিনিষেধ প্রত্যাহার হলো। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

২০২০ সালের মার্চের দিকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বিদেশিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন সরকার। এতে দেশটির পর্যটনখাতে ব্যাপক লোকসান হয়েছে। সোমবার সিডনি বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট এসে অবতরণ করতে দেখা যায়। শত শত লোক অস্ট্রেলিয়ায় অবতরণ করেন। অস্ট্রেলিয়ায় থাকা প্রিয়জনদের দীর্ঘদিন পর দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকে।

দুই ডোজ টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনে থাকা লাগবে না। যারা এখনও টিকা নেননি তাদেরকে নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

সোমবার মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের কথা রয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়া বাদে বাকি রাজ্যে প্রবেশ করতে পারবেন আগতরা। তিন ডোজ টিকা নিয়ে আগামী ৩ মার্চ থেকে সেখানে প্রবেশ করা যাবে।