বেলারুশকে সামরিক সরঞ্জাম দেবে রাশিয়া

ইউক্রেনে হামলার সূত্র ধরে সম্পর্ক জোরদারে আরও সক্রিয় হয়েছে রাশিয়া ও বেলারুশ। যার ধারাবাহিকতায় বেলারুশকে আধুনিক সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিনিময়ে রাশিয়াকে আধুনিক কৃষিযন্ত্রসহ আরও কিছু যন্ত্রপাতি দেবে বলে জানিয়েছে বেলারুশ। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো এ ব্যাপারে একমত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সি। খবর সিএনএন’র।

মূলত ইউরোপের চলমান অবরোধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেলারুশকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক সমাধানের পথ খুঁজছে রাশিয়া। এ জন্য আগামী সোমবার (১৪ মার্চ) মস্কোয় দুই পক্ষের আলোচনা হওয়ারও কথা রয়েছে।