ফ্রান্সের একটি হোটেলের প্রবেশপথে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

অস্ত্রসহ এক ব্যক্তি আটক হওয়ার পর হোটেলের চারপাশ ঘেরাও করে রেখেছে ফরাসি পুলিশফ্রান্সের প্যারিসের ডিজনিল্যান্ডের কাছের একটি হোটেলে দুইটি আগ্নেয়াস্ত্রসহ ২৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে সেদেশের পুলিশ। ফরাসি রেডিও স্টেশন ফ্রান্স ইনফোর তথ্যের বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হোটেল নিউ ইয়র্কে প্রবেশের সময় সন্দেহভাজন ওই তরুণকে আটক করেন নিরাপত্তা রক্ষীরা। সামনের ফটকে স্থাপিত এক্সরে মেশিনের মধ্য দিয়ে ওই তরুণের ব্যাগ পরীক্ষায় আগ্নেয়াস্ত্র শনাক্ত হওয়ার পর তাকে আটক করা হয়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে গার্ডিয়ান জানায়, প্রাথমিক তদন্তে সন্ত্রাসবাদের নমুনা পাওয়া যায়নি। গ্রেফতার হওয়া তরুণের দাবি, নিজের নিরাপত্তার জন্যই তিনি আগ্নেয়াস্ত্রগুলো বহন করছিলেন। স্থানীয় পুলিশ বর্তমানে ঘটনাটির তদন্ত করছে। এখনও তা সন্ত্রাস দমন সংক্রান্ত তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়নি।
পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রেফতার হওয়া তরুণ ইউরোপীয় নাগরিক। তার কাছ থেকে একটি স্বয়ংক্রিয় হ্যান্ডগানসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সেইসঙ্গে এক বাক্স কার্টিজ এবং একটি কুরআনও উদ্ধার করা হয়েছে। ওই তরুণের প্রেমিকা সন্দেহে পুলিশ পরে এক নারীকেও আটক করেছে। তবে পরে ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে ফ্রান্স। ভয়াবহ ওই হামলায় ১৩০ জনের প্রাণহানি হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/