সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩

nonameসৌদি আরবের পূর্বাঞ্চলের আল-আসায় এক শিয়া মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। আল আরাবিয়ার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। কেউ হামলার দায় স্বীকার করেনি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখনও এই খবর প্রচার/প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আল-আসা অঞ্চলের মাহাসেন শহরের ইমাম রিদা মসজিদে বিস্ফোরণের পাশাপাশি বন্দুক হামলাও চালানো হয়।
আল আরাবিয়া টেলিভিশন জানায়, ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৫ ‘সন্ত্রাসী’র সংঘর্ষও হয়। আর কদিন আগে মৃত্যুদণ্ডে দণ্ডিত শিয়া নেতা শেখ নিমার আল নিমারের ভাই মোহাম্মদ আল নিমার বার্তা সংস্থা এপিকে জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলা হয়। তারপর পুলিশ মসজিদকে ঘিরে ফেলে।
ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এরআগে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) এর হামলার স্বীকার হয়েছেন সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের মানুষেরা। এ মাসের শুরুতে শেখ নিমার আল নিমারের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে সেখানে উত্তেজনা বেড়েছে। সূত্র: ডন, রয়টার্স

/বিএ/