আইএসে যোগ দেওয়ার অভিযোগে ব্রিটিশ নারী দোষী সাব্যস্ত

তারিনা শাকিলতথাকথিত ইসলামিক স্টেটের (আইএস)  যোগ দেওয়ার অভিযোগে শুক্রবার একজন ব্রিটিশ নারীকে দোষী সাব্যস্ত করেছে বার্মিংহামের একটি আদালত।
তারিনা শাকিল (২৬) নামে ওই নারী বার্মিংহামের বাসিন্দা। সাম্প্রতি সিরিয়া থেকে দেশে ফিরে আসলে আইএসে যোগ দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এছাড়াও টুইটার বার্তার মাধ্যমে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তার সিরিয়া ভ্রমণের কথা স্বীকার করেছেন। তিনি জানান, কেবল শরিয়া আইনের অধীনে বসবাস করার ইচ্ছা থেকেই তিনি সিরিয়া গিয়েছিলেন। কিন্তু বার্মিংহাম ক্রাউন কোর্টে দুই সপ্তাহ ধরে চলা বিচারে তার এ দাবি নাকচ করে দেন বিচারকরা।
আইএসের কালো পতাকার ছবিসহ তার টুইট বার্তা ও ফটোগ্রাফ পরিক্ষা-নিরীক্ষা করেন বিচারকরা। এছাড়াও, মানুষকে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তার লেখা একটি অনুচ্ছেদও পর্যালোচনা করা হয়।
২০১৪ সালের অক্টোবরে গোপনে তারিনা শাকিল সিরিয়া চলে যান। পরে ২০১৫ সালের জানুয়ারিতে দেশে ফিরে আসেন তিনি। সূত্র: বিবিসি
/আরএ/