রুশ কূটনীতিকদের বহিষ্কার করছে না ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে থেকে শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার হয়েছেন। তবে রুশ কূটনীতিকদের বহিষ্কারের পথে এখনই হাঁটছে না ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। জানা গেছে, আপাতত রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করছে না দেশগুলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ন্যাটোর এক নৈশভোজে বলেন, মস্কোর সঙ্গে সহযোগিতা শেষ হয়েছে কিন্তু এখনও ইইউ দেশগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ করেনি।

ইউক্রেনে অভিযান এবং রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ এনে রাশিয়ার একাধিক কূটনীতিক বহিষ্কার করেছে ইউরোপের অনেক দেশ।

দ্য গার্ডিয়ানের খবরে আরও বলা হয়েছে, গত এক সপ্তাহে পোল্যান্ডে ৪৫ রুশ কূটনীতিক, জার্মানিতে ৪০, ফ্রান্স ৩৫, স্লোভেনিয়ায় ৩৩, স্পেন ২৫, বেলজিয়ামসহ আরও একাধিক কয়েকটি দেশ রুশ কূটনীতিক বহিষ্কার করেছে। মোট ২৯ দেশের ১৪৫ রুশ কূটনীতিক বহিষ্কার হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার গ্রশস্কো বলেন, পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় মস্কো।