অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণায় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় দুই দেশের প্রধানমন্ত্রী রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য, প্রতিনিধি পরিষদ, সিনেট এবং আঞ্চলকি আইনসভার সদসধ্যসহ ২২৮ অস্ট্রেলিয়ান নাগরিককে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ান সেনা সদস্য, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং সাংবাদিকদেরও কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

একইভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নসহ দেশটির গভর্নর জেনারেল সিনথিয়া কিরো, সরকার ও সংসদ সদস্যসহ ১৩০ নাগরিককে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অ-বন্ধুসুলভ আচরণের অভিযোগ এনেছে মস্কো। নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে বলে জানা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ অনেক দেশ।