পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও খুনের চাঞ্চল্যকর মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন অপরাধীকে ফাঁসির আদেশ ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্চিতা সরকার এ রায় দেন। noname
ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন, আনসার আলি মোল্লা, সাইফুল আলি মোল্লা, আমিন আলি। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আসামি ভোলা নস্কর, আমিনুল ইসলাম ও ইমানুল ইসলামকে।
মামলার রায় ঘোষণার আগে শনিবার সকালে ঘণ্টা খানেক শুনানি হয়। শুনানি শেষে বিচারক জানান, সাজার পরিমাণ নিয়ে দু’পক্ষের সওয়াল-জবাবের সারমর্ম বিচার করতে কিছুটা সময় নেবেন। বেলা সাড়ে তিনটায় রায় ঘোষণা করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিচারক ৮ অভিযুক্তের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করেন। পর্যবেক্ষণে ওই দিন বিচারক সঞ্চিতা সরকার জানান, ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছেন এই ৬ জন। অভিযুক্তদের আইনজীবীরা রায় ঘোষণা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। সাজার পরিমাণ কী হবে, তা নির্ধারণের জন্য আরও একবার শুনানির আবেদন জানান তারা। বিচারক সেই আবেদন মেনে শুক্রবার শুনানি গ্রহণ করেন।
সরকারি কৌঁসুলি অনিন্দ্য রাউত রায়ে খুশি বলে জানিয়েছেন।

দুই বছর আগে ২০১৩ সালের ৭ জুন ২১ বছরের এক কলেজছাত্রীকে বারাসাতের কামদুনিতে সংঘবদ্ধ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত তরুণী ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।  সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/