শাহবাজকে সৌদি যুবরাজের ফোন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে জোর দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে যুবরাজ সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। গত সাত দশকে ধরে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক বন্ধনকে স্মরণ করেন তারা। কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দুই দেশের সরকার।

ফোনালাপে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগিত এবং উন্নয়নে যুবরাজ সালমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন শাহবাজ শরিফ। পাকিস্তানকে সমর্থন অব্যাহত রাখায় যুবরাজকে ধন্যবাদ জানান তিনি। পাকিস্তানও সৌদি আরবের পাশে থাকবে বলেও জানান। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুতের পর প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

সূত্র: জিও নিউজ।