আফগানিস্তানের স্কুলে হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের দুইটি স্কুলে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের ওই হামলায় অন্তত ছয় জন নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রবিবার বিস্ফোরণের শিকার হওয়া ওই দুই স্কুল হচ্ছে কাবুলের মুমতাজ এডুকেশন সেন্টার এবং আব্দুল রহিম শহীদ হাই স্কুল।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘এই কাপুরুষোচিত কর্মকাণ্ডে নিহতদের পরিবার এবং অন্যান্য প্রিয়জনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, সব আফগান শিশুরই নিরাপদে এবং সহিংসতার ভয় ছাড়াই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, শিক্ষার্থীরা সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার আক্রান্ত হওয়া দুইটি স্কুলই শিয়া এলাকায় অবস্থিত।