‘ধরিত্রী রক্ষায় বিনিয়োগ করো’ স্লোগানে বিশ্ব ধরিত্রী দিবস পালিত

‘ধরিত্রী রক্ষায় বিনিয়োগ করো’ এই স্লোগান সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ধরিত্রী দিবস। ৫২তম ধরিত্রী দিবসে গুগল ডুডলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এবার।

প্রতি বছর ২২ এপ্রিল দিনটি বিশ্ব ধরিত্রী দিবস হিসাবে পালিত হয়। মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতেই এই দিনটি পালিত হয়ে আসছে। বিশ্ব ধরিত্রী দিবস প্রথম পালিত হয় ২২ এপ্রিল, ১৯৭০ সালে। সেই বছরই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পথে নেমেছিলেন দুই কোটি মানুষ। বিশ্বকে দুষণ মুক্ত করে তুলতেই এই প্রতিবাদে নেমেছিল মার্কিনিরা। আজও দিনটি পলিত হয়ে আসছে, পৃথিবীকে দূষণমুক্ত করতে।

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট ও পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বিশ্বে প্রচলিত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে গত কয়েক বছর ধরেই ডুডল প্রকাশ করে আসছে গুগল। আর এবছর ধরিত্রী দিবসে এর ব্যতিক্রম হয়নি। দিবসটি উপলক্ষে গুগল ডুডলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি সামনে এসেছে। ১৯৯৫ সালের প্রকাশিত ছবিতে দেখা গেছে ঘন সবুজে ঘেরা এক জায়গায়। কিন্তু ২০২০ সালে সেই জায়গায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিবেশ বিপর্যয়ের এরকম একাধিক ছবি প্রকাশ করেছে গুগল। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারায় ব্যাপক তেল ছড়িয়ে পড়ার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন প্রথম এই ধারণা দেন। তিনি যুদ্ধবিরোধী আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশের জন্য কাজ করতে চেয়েছিলেন।