চীনকে নিরাপত্তা গ্যারান্টার হওয়ার আহ্বান ইউক্রেনের

চীনকে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টার হওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দিমিত্রো কুলেবা বলেন, ‘ইউক্রেন বর্তমানে চীনসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং অন্য বৃহৎ শক্তিগুলোর কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি অর্জনের সম্ভাবনা পর্যালোচনা করছে। আমরা প্রস্তাব করছি, চীন হবে ইউক্রেনের নিরাপত্তার অন্যতম গ্যারান্টার। এটি গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থার প্রতীক।’

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, ‘নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা ঠিক অকল্পনীয়।’ রাশিয়ার এ ধরনের আচরণকে একেবারে ঠান্ডা মাথায় নিকৃষ্ট ধরনের বর্বরতা।