মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারা প্রার্থী হবেন, বাছাই শুরু

nonameসোমবার (১ ফেব্রুয়ারি) আইওয়া অঙ্গরাজ্যে ককাস, সেখানে আজ  মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকেরা যাঁর যাঁর দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রাথমিক নির্বাচন সম্পন্ন করবেন। এর মাধ্যমে শুরু হবে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া।
নির্বাচনী জরিপগুলো বলছে, আইওয়াতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ট্রেড ক্রুজের থেকে সামান্য এগিয়ে আছেন ডোনাণ্ড ট্রাম্প। তবে ডেমোক্র্যাটদের ক্ষেত্রে হিলারি ক্লিন্টন বার্নি স্যান্ডার্সের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
‘ককাস’ ও ‘প্রাইমারি’ নামে পরিচিত প্রাক-নির্বাচনী ভোটের মাধ্যমে দলের তালিকাভুক্ত সদস্যরা নিজেদের ‘ডেলিগেট’ বাছাই করবেন। এ বছর জুলাই মাসে দুই দলের ভিন্ন ভিন্ন জাতীয় সম্মেলনে এই ডেলিগেটদের ভোটেই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই এই প্রাক-নির্বাচনী ভোট হবে, আইওয়া দিয়ে সে প্রক্রিয়া শুরু, সে কারণে আইওয়া ‘ককাসের’ এত  গুরুত্ব।
রিপাবলিকান নেতারা আশা করেছিলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ অথবা একই অঙ্গরাজ্যের তরুণ সিনেটর কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও মনোনয়ন ছিনিয়ে নেবেন। কিন্তু ট্রাম্পের অতিনাটকীয়তা ও ক্রুজের অতিতপ্ত প্রচারণার মুখে তাঁরা দুজনেই কার্যত মুখ থুবড়ে পড়ে আছেন।

আইওয়া অঙ্গরাজ্য

ডেমোক্রেটিক দলের পক্ষে অবস্থা একইরকম  জটিল ও অবাস্তব। তিন মাস আগেও সবাই নিশ্চিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিপুল জনসমর্থনে ধন্য হয়ে নিজ দলের মনোনয়ন হেলায় ছিনিয়ে নেবেন। কিন্তু বাস্তবে সে কথা সত্য প্রমাণিত হয়নি। সারা দেশে হিলারির সমর্থন ৫০ শতাংশের ঊর্ধ্বে ওঠেনি। হিলারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/