মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করার দাবি চীনের

তাইওয়ান প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে সতর্ক করার দাবি করেছে চীন। বুধবার চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবামাদমাধ্যম রয়টার্স।

বেইজিং-এর দাবি, তারা তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করা মার্কিন যুদ্ধজাহাজটির গতিবিধি পর্যবেক্ষণের পর এটি সতর্ক করেছে।

মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস পোর্ট রয়্যাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী’ আন্তর্জাতিক পানিসীমার মধ্য দিয়ে তাইওয়ান প্রণালীতে তাদের রুটিন ট্রানজিট পরিচালনা করেছে। এটি ছিল দুই সপ্তাহের মধ্যে তাদের এই ধরনের দ্বিতীয় মিশন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতি মাসে এই ধরনের সমুদ্রযাত্রা চালিয়ে থাকে। তবে দেশটির এমন আচরণে ক্ষুব্ধ চীন। তাইওয়ান প্রণালী যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে তাইওয়ানের প্রতি মার্কিন সমর্থন হিসেবে বিবেচনা করে বেইজিং।

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রায়ই এই ধরনের নাটক মঞ্চস্থ করে সমস্যাকে আরও উস্কে দেয়। তারা ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালীজুড়ে উত্তেজনার মাত্রা আরও তীব্র করে তোলে।