রাশিয়া ইস্যুতে মোদির সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

রাশিয়াকে একঘরে করার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সপ্তাহে জাপানে কোয়াড সম্মেলনের সাইডলাইনে দুই নেতার এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ অস্ত্রের শীর্ষস্থানীয় ক্রেতা দেশগুলোর একটি ভারত। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি দিল্লি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ধারাবাহিকতায় রাশিয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপের পথেও হাঁটেনি মোদি সরকার। এমন পরিস্থিতিতেই রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরির ব্যাপারে মোদির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্পষ্ট করেই বলেছেন, মস্কোর সঙ্গে দিল্লির দূরত্ব দেখতে চায় ওয়াশিংটন।