ইরানের তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

গ্রিক দ্বীপের কাছে রাশিয়ার পরিচালিত ইরানের একটি তেলবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। আরেকটি জাহাজে করে কার্গোটিকে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে জানা গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে গ্রিক কর্তৃপক্ষ গত মাসে ইভিয়ার দক্ষিণ দ্বীপের উপকূলের কাছে ১৯ জন রাশিয়ান ক্রুসহ ইরানের পতাকাবাহী পেগাসকে আটক করে। যদিও পরে মালিকদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তির কারণে জাহাজটি ছেড়ে দেওয়া হয়। 

এদিকে গ্রিসের শিপিং মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার (২৬ মে) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গ্রিসকে অবগত করেছে যে জাহাজে ইরানের তেল রয়েছে। এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।