ইরানের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ গ্রিসের

পারস্য উপসাগর থেকে গ্রিসের দুইটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইন লঙ্ঘনের দায়ে শুক্রবার ট্যাংকার দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ করেছে গ্রিস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে সম্প্রতি গ্রিসের উপকূলের কাছে রাশিয়ার পরিচালিত একটি জাহাজে থাকা ইরানের তেল জব্দ করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তেহরান। এর কয়েক দিনের মাথায় শুক্রবার পারস্য উপসাগর থেকে গ্রিক তেল ট্যাংকার আটকের ঘোষণা দিলো আইআরজিসি।

শুক্রবারের এই ঘটনার পর গ্রিক নাগরিকদের ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তেহরানের পদক্ষেপকে জলদস্যুতার সমতুল্য বলে আখ্যায়িত করা হয়েছে।

এথেন্সে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও বিষয়টি সম্পর্কে অবগত করেছে গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়।