রুশ সোনা আমদানি নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে সোনা আমদানি নিষিদ্ধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ জি৭ নেতাদের সঙ্গে নিয়ে রুশ সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে জো বাইডেন বলেন, এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রফতানি খাত। এ থেকে দেশটি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে।

রবিবার ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় রাশিয়ার কাছ থেকে নতুন করে সোনা আমদানি নিষিদ্ধ করবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা।

২৬ জুন জার্মানিতে শুরু হতে যাচ্ছে এবারের জি৭ সম্মেলন। সম্মেলন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। এতে ইউক্রেন যুদ্ধ ছাড়াও বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন করে চাপ সৃষ্টির উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন জি-৭ নেতারা।

জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। জোটের এবারের সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই জার্মানির উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।