ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আসন্ন সফরে উভয় দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি। তাদের প্রতি সংলাপে বসার আহ্বান জানাবেন। বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়ার অনুরোধ করবেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জি-৭ সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে যাত্রা করার আগে জোকো উইদোদো বলেন, ‘যুদ্ধ থামাতে হবে এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের চেইন পুনরায় সক্রিয় করতে হবে।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি জি-৭ কে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতে উৎসাহিত করবেন। একইসঙ্গে অবিলম্বে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকটের সমাধান খুঁজে বের করার ওপর জোর দেবেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।