ইউক্রেনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তার অংশ হিসেবে দেশটিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিল।

সোমবার জার্মানিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি জানান, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র একটি প্যাকেজ চূড়ান্ত করছে। এতে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

বিষয়টি নিয়ে অবশ্য এখনই বিস্তারিত জানাতে রাজি হননি জ্যাক সুলিভান। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাইডেন প্রশাসন ইউক্রেনকে একটি নরওয়েজিয়ান অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনে পৌঁছায় যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স)। ২৩ জুন এগুলো দেশটিতে পৌঁছায় বলে নিশ্চিত করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে কিয়েভ। এর মধ্যেই ইউক্রেনে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতির কথা জানালেন জ্যাক সুলিভান।