ইউরোপের সঙ্গে বাণিজ্য সংলাপ করবে চীন

ইউক্রেন যুদ্ধ এবং জিনজিয়াংয়ে উইঘুর নিপীড়নের মতো নানা ইস্যুতে মতবিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সংলাপে বসতে যাচ্ছে চীন। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ পর্যায়ের এই সংলাপে উভয় পক্ষের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি প্রাধান্য পাবে।

সোমবার টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন ইইউ কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস। তিনি বলেন, ১৯ জুলাই ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যকার উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ হবে। এটি হবে উভয় পক্ষের মধ্যে এ ধরনের নবম সংলাপ।

পশ্চিমা কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, এবারের আয়োজনটি হবে ভার্চুয়াল ফরম্যাটে। বেইজিং সময় মঙ্গলবার বিকালে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।