বাইডেনের প্রস্তাব নিয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির জন্য আলোচনা শুরুর যে প্রস্তাব দিয়েছেন সেটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, নিউ স্টার্ট চুক্তি প্রতিস্থাপনের মতো বড় ইস্যুগুলোর সমাধান মস্কোকে ছাড়া করা সম্ভব নয়। এটা ওয়াশিংটনকে বারবার বলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার চুক্তি নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট)-এর মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। সোমবার (১ আগস্ট) এক বিবৃতিতে বাইডেন বলেছেন, তার প্রশাসন এটি প্রতিস্থাপনে নতুন চুক্তির জন্য দ্রুত আলোচনা করতে প্রস্তুত। সম্ভাব্য নতুন চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এমন আলোচনায় যুক্ত হওয়া চীনের দায়িত্বের মধ্যে পড়ে। এটি ভুল সমীকরণের ঝুঁকি কমাবে এবং সামরিক অস্থিতিশীলতার সমাধান করবে।

বাইডেনের এমন বক্তব্যের ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যম রয়টার্স। মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘এটি কী আন্তরিক বিবৃতি নাকি হোয়াইট হাউজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে? যদি আসলেই তারা আন্তরিক হয়ে থাকে, তাহলে তারা ঠিক কার সঙ্গে এটি নিয়ে আলোচনা করতে চায়?’

ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে চার বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দিমিত্রি মেদভেদেভ। বাইডেনের বিবৃতির পর টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন, এ ধরনের চুক্তি অবশ্যই ভালো। তবে পরিস্থিতি এখন শীতল যুদ্ধকালীন অবস্থার চেয়েও অনেক খারাপ। দুনিয়া একটি ভিন্ন জায়গায় গিয়ে পৌঁছেছে।