ইউক্রেনীয় শরণার্থীদের জন্য ৯৫ কোটির সৌদি তহবিল

ইউক্রেনীয় শরণার্থীদের জন্য এক কোটি ডলার বা প্রায় ৯৫ কোটি টাকার একটি তহবিল অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর আওতায় ইতোমধ্যেই ইউক্রেন থেকে পোল্যান্ডে পাড়ি জমানো শরণার্থীদের জন্য চিকিৎসা সরঞ্জাম বাবদ ৫০ লাখ ডলার দিয়েছে রিয়াদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের জন্য রিয়াদভিত্তিক কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)-এর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিকিৎসা সরঞ্জাম বাবদ এই তহবিল দেওয়া হয়েছে।

পোল্যান্ডের স্লাস্কায় তহবিল হস্তান্তর অনুষ্ঠানে সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ, কেএসরিলিফ-এর সুপারভাইজার জেনারেল এবং পোল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

পরে একটি সংবাদ সম্মেলনে ড. আল-রাবিয়াহ বলেন, এসব চিকিৎসা সরঞ্জাম ইউক্রেন থেকে পোল্যান্ডে আগত শরণার্থীদের নিয়ে কাজ করা মেডিক্যাল টিমগুলো ব্যবহার করবে।

তিনি বলেন, এই অনুদান শরণার্থীরা যেখানেই থাকুক না কেন তাদের দুর্ভোগ লাঘবে রিয়াদের আগ্রহের বহিঃপ্রকাশ।

কেএসরিলিফ-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের জন্য বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ।