যুক্তরাজ্যে সেনা পাঠাচ্ছে নিউ জিল্যান্ড

ইউক্রেনীয় সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে ১২০ জন সামরিক সদস্যকে পাঠাচ্ছে নিউ জিল্যান্ড। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় সেনাদের একাংশের প্রশিক্ষণ চলছে যুক্তরাজ্যে। এবার যুক্ত হচ্ছে নিউ জিল্যান্ড সরকারও।

নিউ জিল্যান্ড সরকারের বরাতে সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮০০ ইউক্রেনীয় কর্মীকে অস্ত্র পরিচালনা, যুদ্ধের প্রাথমিক চিকিৎসা, অপারেশনাল আইনসহ যুদ্ধের দক্ষতায় গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে তাদের কবে পাঠানো হবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ নিয়ে নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, নিউ জিল্যান্ডের সেনারা ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না এবং এই যুদ্ধে জড়াবে না।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলছি একটি দেশের সার্বভৌমত্বের ওপর নির্মম হামলা এবং পরবর্তীতে নিরীহ মানুষের প্রাণহানি মেনে নেওয়া যায় না।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিউ জিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো কিয়েভকে সামরিক এবং আর্থিক সহায়তা দিয়ে আসছে। এই যুদ্ধে মস্কোকে পরাজিত করাই মিত্রদেশগুলোর মূল লক্ষ্য। ফলে পুতিনের প্রশাসন, আর্থিক প্রতিষ্ঠানসহ বহু খাতে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা।