জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে মহড়া যুক্তরাষ্ট্রের

জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। দৃশ্যত চীন ও উত্তর কোরিয়ার প্রতি দৃষ্টিপাত করে গত সপ্তাহে হাওয়াই উপকূলে এই মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পেন্টাগন বলছে, উত্তর কোরিয়ার পাশাপাশি চীনের প্রতি নজর রেখে তারা সম্মিলিত মহড়ার বিষয়টি পুনরুজ্জীবিত করছে।

২০১৭ সালের পর তিন দেশের এই ধরনের মহড়া এটিই প্রথম।

গত মে মাসে ক্ষমতায় আসার পর জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। একইসঙ্গে পিয়ংইয়ংকে চাপে রাখতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর যৌথ মহড়ার ব্যাপারে তিনি উদ্যোগী হন তিনি।