জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন শি, পুতিন: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

এই বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিতব্য জি ২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের তরফে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, বালিতে জি ২০ শীর্ষ সম্মেলন নিয়ে দুই নেতার কথা হয়েছে।

দুই দিনব্যাপী এই সম্মেলন আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের আয়োজন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়াকে দৃশ্যত একঘরে করে রেখেছে পশ্চিমা দেশগুলো। অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে সম্প্রতি চীনের সঙ্গে নতুন বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।