স্পেনে ‘আইএস জঙ্গি’ আস্তানা থেকে আটক ৭

nonameস্পেনে সন্দেহভাজন সাত জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তিরা সিরিয়া ও ইরাকে জঙ্গিদের রসদ সরবরাহ করত বলে পুলিশ দাবি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ওই সাত সন্দেহভাজন সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস-সহ অন্যান্য সংগঠনের সঙ্গে জড়িত। দেশটির পুলিশ জানায়, স্পেনের আলিকান্ত, ভ্যালেন্সিয়া শহরসহ কয়েক জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন স্পেনের নাগরিক হলেও তাঁরা জর্ডান, মরক্কো ও সিরিয়ার বংশোদ্ভূত। অন্যদের মধ্যে দুজন সিরিয়া ও মরক্কোর নাগরিক।  এখন পর্যন্ত তাঁদের সম্পর্কে সব তথ্য জোগাড় করতে পারেনি পুলিশ।
পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় নারী জঙ্গি সরবরাহ করারও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে স্পেনে আইএস জঙ্গিদের আস্তানার খোঁজ শুরু করে দেশটির পুলিশ। সূত্র: বিবিসি

/বিএ/