‘ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে কথা বলবেন শি, পুতিন’

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে চীনের শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, বৈঠকে ইউক্রেন ও তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রেমলিন জানিয়েছে, বিদ্যমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুই নেতার এই বৈঠকের ‘বিশেষ গুরুত্ব’ রয়েছে।

মস্কোতে এক ব্রিফিংয়ে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, দুই প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক এজেন্ডা এবং প্রধান প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। স্বাভাবিকভাবেই তারা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের মধ্যে উচ্চ পর্যায়ে অভূতপূর্ব আস্থার বিষয়টিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করবেন।

রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। বেইজিংয়ের কাছে গ্যাস বিক্রিও বাড়ানোর পরিকল্পনা করছে মস্কো।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমারা যেমন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে চাইছে ঠিক তেমনি শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন উভয় নেতাই যুক্তরাষ্ট্রের বিরোধিতায় সরব। আর পশ্চিমা নিষেধাজ্ঞায় পিষ্ট রাশিয়া এখন চীন তথা এশিয়ার দিকে ঝুঁকছে।

২০২২ সালের প্রথম সাত মাসে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে। ইউএনএসডব্লিউ-এর রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সিনিয়র লেকচারার আলেকজান্ডার কোরোলেভ বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার লক্ষ্যে পরিণত হওয়ার ঝুঁকি সত্ত্বেও বেইজিং মস্কো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে আগ্রহী নয়।