অনধিকার প্রবেশের দায়ে গ্রেফতার ছাগল!

ছত্তিশগড়ে ছাগল গ্রেফতারসরকারি আমলার বাগানে প্রবেশ করে ফেঁসে গেলো এক ছাগল। রীতিমতো জেল-জরিমানার মুখে পড়তে হচ্ছে তাকে।
ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সোমবার ছাগলটি দেয়াল টপকে জেলা ম্যাজিস্ট্রেটের বাড়ির বাগানে ঢুকে পড়ে। নিয়মিতই নাকি এমনটা করে আসছিলো ছাগলটি। শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা। ছাগল আর তার মালিকের নামে অভিযোগ করলেন জেলা ম্যাজিস্ট্রেটের বাগানের পরিচর্যাকারী। আর অভিযোগের পরই ছাগলটিসহ মালিক আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।
তবে মঙ্গলবার জামিন পায় দুজনই। তবে তাদের বিরুদ্ধে এখনও যে অভিযোগ বহাল রয়েছে তা প্রমাণিত হলে দুই থেকে সাত বছরের জেল হতে পারে। সেইসঙ্গে দিতে হবে জরিমানা।    
সহকারি সাব ইন্সপেক্টর আর পি শ্রিভাস্তাভ বলেন, ‘ছাগলটি প্রায়ই লোহার গেটের উপর দিয়ে লাফিয়ে বাংলোতে ঢুকে পড়তো। বাগানের পরিচর্যাকারী ছাগলের মালিককে অনেকবার সতর্ক করলেও তিনি তাতে কান দেননি। আর তাই শেষ পর্যন্ত অভিযোগ করতে বাধ্য হন তিনি। আর সে অভিযোগের ভিত্তিতে আমরা ছাগল ও তার মালিককে গ্রেফতার করি।’
পুলিশের তালিকা অনুযায়ী ছাগলটির অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে আছে, বাগানে ঢুকে পড়া, গাছপালা ও সবজি খেয়ে ফেলা। আর ছাগলের মালিকের বিরুদ্ধে আনা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ ও ক্ষতিসাধনের অভিযোগ।

এখন কেবল আদালতের রায়ের অপেক্ষা। সূত্র: এনডিটিভি

/এফইউ/