ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেনীয় ভূখণ্ডের আরও একটি এলাকায় রুশ বাহিনীর পরাজয়ের পর শনিবার (১ সেপ্টেম্বর) এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।
শনিবার পূর্ব ইউক্রেনের লিমানের কৌশলগত একটি শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর কথা নিশ্চিত করেছে রাশিয়া। সেখানে থাকা সাড়ে পাঁচ হাজার সেনাকে ঘিরে ফেলে ইউক্রেনীয় যোদ্ধারা। সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকজন মারা পড়েন।
এমন ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ কমান্ডারদের নিন্দা করে কাদিরভ টেলিগ্রাম বার্তায় বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো সীমান্তে সামরিক আইন ঘোষণার আগে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের লুহানস্ক, ডনেস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারালো রুশ সেনারা। লিমান শহর ডনেস্কের ভেতরে।
লিমানে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজেন্ডার ল্যাপিনের পদক কেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন কাদিরভ। তিনি বলেন, সামরিক সরঞ্জাম সরবরাহের অভাবে বসতি এবং এলাকা ছেড়ে যেতে হয়েছে।