রাশিয়াকে অত্যাধুনিক অ্যাটাক ড্রোন দিচ্ছে ইরান?

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে বেশ কিছুদিন ধরেই দৃশ্যপটে হাজির ইরান। কিয়েভের দাবি, ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনে সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, এবার নতুন করে রাশিয়াকে অত্যাধুনিক আরশ-২ অ্যাটাক ড্রোন সরবরাহের পরিকল্পনা করছে তেহরান। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা মঙ্গলবার জানিয়েছে, রুশ বাহিনীকে ২০০ টিরও বেশি কমব্যাট ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে ইরান। এর মধ্যে আরশ-২ অ্যাটাক ড্রোনও রয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলছে, নভেম্বরের শুরুতে ইরান থেকে রুশ ফেডারেশনে ২০০টিরও বেশি কমব্যাট ড্রোন পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে শাহেদ-১৩৬, মোহাজের-৬ এবং আরশ-২-এর মতো ড্রোনগুলোও রয়েছে।

সংস্থাটি বলছে, ড্রোনগুলো বিচ্ছিন্ন অবস্থায় পাঠানো হচ্ছে। রাশিয়ায় পৌঁছানোর পর নতুন করে আবার রঙ করা হবে এবং ড্রোনগুলোতে রুশ চিহ্ন বসানো হবে।