তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

তাইওয়ানে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন স্বজনরাতাইওয়ানে গত শনিবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। শুক্রবার মৃতের নতুন সংখ্যা নিশ্চিত করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। ধ্বংসস্তূপের নিচ থেকে আর কোনও জীবিতকে উদ্ধারের আশা ছেড়ে দিয়ে মরদেহের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পে মৃত ও নিখোঁজদের শ্রদ্ধা জানাতে শুক্রবার একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন স্বজনরা। সেখানে যোগ দেন তাইওয়ানের প্রেসিডেন্ট।    
তাইওয়ানে মারাত্মকভাবে বিধ্বস্ত হওয়া গুটিকয়েক ভবনগুলোর মধ্যে ১৭ তলাবিশিষ্ট ওয়েগুয়ান জিনলং অ্যাপার্টমেন্ট একটি। বিবিসির খবরে বলা হয়, তাইনানে ভূমিকম্পে প্রাণ হারানো মানুষদের দুইজন বাদে বাকি সবাই এ একই ভবনের বাসিন্দা ছিলেন। ঘটনার পরই ভবনটির নির্মাণজনিত ত্রুটির প্রসঙ্গটি বেশ জোরালো হয়ে ওঠে।
মঙ্গলবার, ওয়েগুয়ান জিনলং এর নির্মাতা লিন মিং হুইকে গ্রেফতার করা হয়।
শনিবার তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে বড় ধরনের ভূমিকম্পে প্রায় ২৪০০ মানুষের মৃত্যু হয়। সূত্র: বিবিসি

/এফইউ/