যুক্তরাষ্ট্রের সমবেদনা প্রত্যাখ্যান তুরস্কের

ইস্তাম্বুলে রবিবারের বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসনের এমন সমবেদনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

রবিবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, ইস্তাম্বুলের সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘আমরা মার্কিন দূতাবাসের সমবেদনার বার্তা গ্রহণ করি না।’

সুলেমান সোয়লু মূলত পিকেকে সমর্থিত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি ইঙ্গিত করেছেন। গোষ্ঠীটির প্রতি মার্কিন সমর্থনের ঘটনায় ক্ষুব্ধ আঙ্কারা। 

এদিকে রবিবারের এই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮১ জন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। তবে হামলায় জঙ্গিগোষ্ঠী আইএসের সম্পৃক্ততার বিষয়টিও এখনই উড়িয়ে দিতে চাইছেন না কর্মকর্তারা।

হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক সিরীয় নারীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীকেই প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী বলেছেন, সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর দেশটির আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেছেন।